দক্ষিণ ২৪ পরগনা: ভারতের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করার অভিযোগে আটক বাংলাদেশী ট্রলার। সঙ্গে ২৮ জন বাংলাদেশী মৎস্যজীবীকে গ্রেপ্তার করল উপকূল রক্ষী বাহিনী।
উত্তর বঙ্গোপসাগরের আন্তর্জাতিক সামুদ্রিক সীমানায় নজরদারি চালানোর সময় ভারতীয় উপকূল রক্ষী বাহিনী একটি সন্দেহজনক মাছ ধরার নৌকা আটক করে। নৌকাটিতে থাকা ২৮ জন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করা হয়।
সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতের সামুদ্রিক অঞ্চল আইন ১৯৮১ লঙ্ঘন করায় ওই নৌকা আটক করা হয়েছে। আইসিজি বোর্ডিং টিম পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালায় এবং দেখা যায়, কারও কাছেই ভারতীয় জলসীমায় মাছ ধরার বৈধ অনুমোদন বা পারমিট নেই। আটককৃতদের নামখানা ফিশিং হারবারে নিয়ে গিয়ে মেরিন পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
গত কয়েকদিনে এ নিয়ে চতুর্থ বাংলাদেশী নৌকা আটক হলো। শনিবার, রবিবার ও সোমবার মিলিয়ে মোট ৭৯ জন বাংলাদেশীকে গ্রেপ্তার করা হয়েছিল। সোমবার রাতে টহলদারির সময় একটি ট্রলার থেকে ২৪ জনকে আটক করা হয়। এর আগে আরও দুটি ট্রলার থেকে ৫৫ জন বাংলাদেশি ধরা পড়ে।
SIR আবহে বাংলাদেশে অশান্ত পরিস্থিতির জেরে মৎস্যজীবীরা লাগাতার ভারতীয় জলসীমায় ঢুকে পড়ায় উদ্বিগ্ন ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ও সুন্দরবন জেলা পুলিশ। ফলে ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

