বেলাকোবা: অবৈধভাবে বালি পাচারের বিরুদ্ধে অভিযানে নেমে হাতে নাতে বালি বোঝাই গাড়ি আটকাল প্রশাশনিক কর্তারা। বেলাকোবা অঞ্চলের চেচাপাড়া সংলগ্ন করলা নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থলেই ছুটে আসেন জলপাইগুড়ি জেলার ডিএম, বিএলআরও সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। সেখানে দুটি ট্রাক্টরকে হাতে নাতে পাকড়াও করেন। গাড়ি দুটি বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর একাধিক হুশিয়ারির পরও জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় নদী থেকে বালি, পাথর তোলা হচ্ছে। এই ব্যাপারে প্রশাসনিক অসহযোগিতারও অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ স্কুলে নাকি পড়াই হয় না, শিক্ষকেরাও আসেন না সময় মত; মাঠে খেলা কম, গবাদি পশুর আনাগোনা বেশি। প্রাথমিক স্কুলের এমন অব্যবস্থার বিরুদ্ধে সরব হলেন গ্রামের মানুষ, স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। জলপাইগুড়ির বাহাদুর সরকার পাড়া প্রাইমারি স্কুলের ঘটনা। অভিযোগ, এই স্কুলে নিয়মিত পঠন পাঠন হয় না। শিক্ষকেরাও সময়মত স্কুলে আসেন না। তাছাড়া, স্কুলে পানীয় জলের সমস্যা রয়েছে। স্কুলে মিড-ডে মিল নিয়েও অখুশি। এরকম একগাদা অভিযোগ নিয়ে বিক্ষোভ প্রতিবাদে সুর চড়ালেন অভিভাবকেরা।

