২ বাড়িতে আগুন! পুড়ে ছাই নগদ টাকা-জরুরী নথিপত্র; সাহায্যের আশ্বাস BJP প্রার্থীর

জলপাইগুড়ি: চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেল দুটো বাড়ি। বাড়ির ভেতরে থাকা জরুরী নথিপত্র, জমি বিক্রির নগদ টাকা, এছাড়াও দরকারি আসবাবপত্র এবং বাসন-কোসন সবই পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। বর্তমানে মাথা গোঁজার বিকল্প কোনও উপায় নেই। সরকারের তরফ থেকে সাহায্য না পেলে বাঁচার উপায় খুঁজে পাচ্ছেন না। আক্ষেপ করে জানালেন পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি সদর ব্লকের বারপাটিয়া গ্রাম পঞ্চায়েতের নাথুয়াচড় এলাকায় দুটি বাড়িতে আগুন লাগে। প্রথমে সুজন দাসের বাড়িতে এবং তারপর প্রতিবেশী চিরু দাসের বাড়িতে আগুন লাগে। শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। পরিবার সূত্রে খবর, সব মিলিয়ে প্রায় ৪ লক্ষ টাকা নগদ পুড়ে গিয়েছে। এছাড়া ঘরের আসবাবপত্র, বাসন-কোসন সবই আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। জরুরী কাগজপত্র, পরিচয় পত্র, আধার সবই ভস্মীভূত।

বারোপাটিয়া অঞ্চল থেকে ত্রিপল ও কিছু বাসনপত্র পেলেও তাতে কোনওমতেই সুবিধে হচ্ছে না পরিবারগুলির। তাঁদের দাবি, সরকারিভাবে তাদের বাড়ি তৈরীর ব্যবস্থা করা হোক। বুধবার ওই এলাকায় ভোট প্রচারে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুপেন রায়। তাঁর সঙ্গে থাকা বিজেপির অন্যান্য দলীয় নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সুপেন রায় জানান, খুবই দুঃখজনক ঘটনা, সমবেদনা জানানোর কোনও ভাষা নেই। আমাদের তরফ থেকে সাধ্যমত চেষ্টা করব।

About The Author