জাতীয়স্তরে ফুটবল খেলতে জম্মু-কাশ্মীরে যাচ্ছে রাজগঞ্জের দুই

রাজগঞ্জ: জাতীয় স্তরের স্কুলভিত্তিক ফুটবল টুর্নামেন্টে (U19) অংশ নিতে জম্মু কাশ্মীরে রওনা হল রাজগঞ্জ এমএন হাইস্কুলের দুই ছাত্র তপন এবং অনিমেশ রায়।

স্কুলস গেমস ফেডারেসন অফ ইন্ডিয়ার আয়োজনে জম্মু কাশ্মীরে আগামী ১ নভেম্বর থেকে খেলা শুরু হবে। বাংলা থেকে মোট ২০ জন যাচ্ছে। তাঁদের মধ্যে জলপাইগুড়ি থেকে রাজগঞ্জের ওই দুই ছাত্রই অংশ নিচ্ছে।

রাজগঞ্জ ওয়েলফেয়ার ফুটবল অ্যাকাডেমিতেই প্র্যাকটিস করে তাঁরা। মঙ্গলবার বিজয়াতে রওনা হবার আগে জয়ের শুভেচ্ছা জানানো হল অ্যাকাডেমির পক্ষ থেকে। রাজগঞ্জ ওয়েলফেয়ার অ্যাকাডেমির সম্পাদক রাজেশ দাস জানান, মঙ্গলবার কলকাতার উদ্দেশ্যে রওনা হল তাঁরা। আগামী ৩ দিন মোহনবাগান মাঠে অনুশীলন ম্যাচ খেলে তারপর সবাই জম্মু কাশ্মীরে রওনা হবে।

About The Author