গরু নিয়ে কাঁটাতার পার হতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল দুই বাংলাদেশি নাগরিক। তাদের সঙ্গে থাকা ৭টি গরুও উদ্ধার করেছে পুলিশ। অবৈধভাবে ভারতে ঢুকে সীমানার ওপারে গরু পাচার করার চেষ্টা করছিল বলে অভিযোগ।
ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রাজগঞ্জের কুকুরজান অঞ্চলের ভাঙ্গামালি থেকে রবিবার ওই দুই বাংলাদেশিকে আটক করল রাজগঞ্জ থানার পুলিশ। ধৃতদের নাম মহম্মদ ফিরোজ (২৫) এবং আজিরুল ইসলাম (৩৫)। জানা গিয়েছে, তাদের বাড়ি বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম এলাকায়।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অবৈধভাবে এপারে এসেছিল ওই দুই ব্যক্তি। গরু নিয়ে সীমান্ত পার আগেই গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সন্ধ্যায় ওই দুই বাংলাদেশি নাগরিককে হাতে নাতে ধরে ফেলেন তাঁরা। ভাঙ্গামালি থেকে ওই দুই ব্যক্তিকে আটক করে রাজগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ। বিএসএফ-এর একটি সুত্র বিষয়টি নিশ্চিত করেছে।
অবৈধভাবে ভারতে ঢোকা এবং গরু পাচারের চেষ্টার ভিত্তিতে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের আওতায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার তাদের জলপাইগুড়ি আদালতে পাঠানোর কথা রয়েছে।