Rajganj: ওভারলোড পাথর বোঝাই ট্রাক আটকাল পুলিশ, গ্রেপ্তার ২

ওভারলোড দেখে পাথর বোঝাই ট্রাক আটক করল রাজগঞ্জ থানার পুলিশ। বৈধ কাগজ দেখাতে না পারায় গাড়ির চালক এবং সহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাতে বীরপাড়া থেকে চোপড়ার পথে যাচ্ছিল গাড়িটি। শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে টহল চলাকালীন ট্রাকটিকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে পাথর বোঝাই ট্রাকটি বীরপাড়া থেকে চোপড়ার দিকে যাচ্ছিল। রাজগঞ্জ থানার পুলিশ শিলিগুড়ি-জলপাইগুড়ি সড়কে টহল দেওয়ার সময় ট্রাকটিকে আটক করে। বৈধ কাগজ দেখাতে না পারায় ট্রাকের চালক সহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

About The Author