Rajganj: ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনায় গ্রেপ্তার দম্পতি

রাজগঞ্জের মাঝিয়ালিতে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগে স্বামী-স্ত্রী দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ। শ্লীলতাহানির চেষ্টা করায় ওই ব্যক্তিকে লাঠি পেটা করেছিলেন, তবে মেরে ফেলেননি, দাবি করলেন দম্পতি। ধৃতদের নাম বিনোদ কারওয়া (২৮) এবং এতয়ারি কারওয়া (২৪)। দুজনকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।

মঙ্গলবার সকালে মাঝিয়ালী অঞ্চলের পাবনিখারি এলাকায় এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছিল। মৃতের নাম লক্ষ্মীরাম হেমব্রম (৩৫)। স্থানীয় সূত্রে খবর, এলাকার এক মহিলার সঙ্গে ওই ব্যক্তির অবৈধ সম্পর্ক ছিল। সোমবার রাতে সেই সূত্রেই ওই মহিলার ঘরে ঢুকেছিল লক্ষ্মীরাম। এর পরই স্বামী-স্ত্রী ওই ব্যক্তিকে মারধর করেন। পরদিন সকালে নদীর পাশে ফাঁকা জায়গায় দেহ উদ্ধার হয়।

মৃতের বাড়ি সন্ন্যাসিকাটা অঞ্চলের ব্রহ্মতল পাড়া এলাকায়। তাঁর ভাই রাজগঞ্জ থানায় দু’জনের বিরুদ্ধে খুনের অভিযোগ জানান। সেই ভিত্তিতে অভিযুক্ত স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করে রাজগঞ্জ থানার পুলিশ। বুধবার দু’জনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। আদালতে তুলে রিমান্ডে চাইবে পুলিশ।

ধৃত বিনোদ জানিয়েছেন, সোমবার রাতে লক্ষ্মীরাম তাদের ঘরে মদ্যপ এবং উলঙ্গ অবস্থায় ঢুকে স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেছিল। আত্মরক্ষার তাগিদে ওই ব্যক্তিকে লাঠি দিয়ে প্রহার করেছিলেন। তবে সেই আঘাতে লক্ষ্মীরামের মৃত্যু হয়নি বলে তাদের দাবি। গ্রেপ্তার মহিলা বলেন, লক্ষ্মীরামকে তিনি চিনতেন না। অথচ ওই ব্যক্তি মৃগী রোগে মারা গিয়েছে বলে দাবি মহিলার। ঘটনার তদন্ত করে দেখছে রাজগঞ্জ থানার পুলিশ।

About The Author