৮ বছরে গরু পাচারের একাধিক অভিযোগ, পুলিশের জালে ২ ‘কুখ্যাত পাচারকারী’

গত ৮ বছরে গরুপাচারের একাধিক মামলার ভিত্তিতে রাজগঞ্জের দুই ‘কুখ্যাত পাচারকারী’কে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সন্ন্যাসিকাটা অঞ্চলে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের নাম, হারুন রশিদ এবং রাজীব মহম্মদ। দু’জনই রাজগঞ্জের সন্ন্যাসিকাটা অঞ্চলের সর্দারপাড়া নাকুগছের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৪ সাল থেকে তাদের বিরুদ্ধে গরু পাচার সহ অন্যান্য অভিযোগ ছিল। ২০২২-এ নতুন মামলা দায়ের হতেই পাকড়াও করল রাজগঞ্জ থানার পুলিশ। শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে রাজগঞ্জের ভুটকির হাট থেকে দুই ‘দাগী পাচারকারী’কে গ্রেপ্তার করা হয়। তাদের দু’জনই রাজগঞ্জের সন্ন্যাসিকাটা অঞ্চলের সর্দারপাড়া নাকুগছের বাসিন্দা। গত ৮ বছরে গরুপাচারর একাধিক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। প্রিভেনশন অফ ড্যামেজ টু পাবলিক প্রপার্টি আইনের ৪৪৭, ৪২৭, ৪১১, ৩৭৯, ১৮৬ সহ একাধিক ধারায় মামলা রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের তাঁর কেটে ওপারে গরু পাচারে সক্রিয় মদদ ছিল দু’জনের। এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। শনিবার দুই অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।

About The Author