চলন্ত বাসে আগুন! ১৯ যাত্রীর মৃ/ত্যু, রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা

রাজস্থানের জয়সলমের-জোধপুর হাইওয়েতে মঙ্গলবার বিকেলে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ৫৭ জন যাত্রী নিয়ে জয়সলমের থেকে ছেড়ে যাওয়া একটি বেসরকারি এসি স্লিপার বাসে আচমকা আগুন ধরে যায়।

ঘটনাটি ঘটে থাইয়াত গ্রামের কাছে, বিকেল প্রায় ৩:৩০ নাগাদ। বাসের পিছনের অংশ থেকে ধোঁয়া বেরোতে দেখে চালক বাস থামান, কিন্তু মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা গাড়িতে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক যাত্রী চলন্ত বাস থেকেই ঝাঁপিয়ে পড়েন প্রাণ বাঁচাতে। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা উদ্ধারকাজে এগিয়ে আসেন। পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের জয়সলমেরের জওহর হাসপাতালে ভর্তি করা হয়, যাঁদের মধ্যে কয়েকজনকে পরে জোধপুরে স্থানান্তরিত করা হয় উন্নত চিকিৎসার জন্য।

জয়সলমেরের জেলা প্রশাসন জানিয়েছে, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, রাজ্যপাল হরিভাউ বাগাড়ে সহ একাধিক রাজনৈতিক নেতা গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী এক্স-এ পোস্ট করে জানান, “এই দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে।”

About The Author