আফ্রিকা থেকে আরও ১২টি চিতা আনাল ভারত সরকার

দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা আনাল ভারত সরকার। ইতিমধ্যে প্রাণীগুলিকে মধ্যপ্রদেশের কুনো ন্যাশেনাল পার্কে নিয়ে আসা হয়েছে। আপাতত সেখানে কয়েক মাসের জন্য কোয়ারেন্টিনে রাখা হবে।

বায়ুসেনার বিমানে উড়িয়ে নিয়ে আসা হয়েছে চিতাগুলিকে। সকাল ১০টায় গোয়ালিয়রে এসে পৌঁছায় সেই বিমান। এরপর এখান থেকে এনে দুপুরে সেগুলিকে জঙ্গলে ছাড়েন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, কেন্দ্রের বন এবং পরিবেশমন্ত্রী ভুপেন্দ্র যাদব। নতুন করে ১২টি চিতা যোগ হওয়ায় সংখ্যাটা এখন ২০-তে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, ১৯৫২ সালে ভারত থেকে বিলুপ্ত হয়েছিল এই প্রাণী। ভারত সরকারের উদ্যোগে ভারতে আবারও চিতার সংখ্যা বাড়ানোর উদ্যোগ চলছে।

About The Author