নাকায় গাড়ি থেকে বিলিতি মদ উদ্ধার, গ্রেপ্তার ১

রাজগঞ্জ: জাতীয় সড়কে নাকা তল্লাশি চলাকালীন গাড়ি থেকে বিদেশী মদ বাজেয়াপ্ত করল রাজগঞ্জ থানার পুলিশ। ১০২টি অবৈধ মদের বোতল উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। গাড়ির বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা ছিল মদের বোতলগুলি। এই ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তা‌র করেছে পুলিশ। মদগুলি নজর বাচিয়ে বিহারে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে দাবি।

মঙ্গলবার বিকেলে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের হাতিমোড় এলাকায় নাকা চেকিংয়ের সময় একটি চার চাকার যাত্রীবাহী গাড়ি থেকে মদের বোতলগুলি উদ্ধার হয়। ধৃতের নাম কমলেশ ভান্ডারী (৩৮)। বিহারের সীতামারী জেলার সুরসান্দ এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মদগুলি বিহারে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে বুধবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে৷

About The Author