পুজোয় বেড়াতে এসে মাসির বাড়ি থেকে নিখোঁজ ১০ বছরের নাবালিকা

বিহার থেকে রাজগঞ্জে মাসির বাড়ি বেড়াতে এসে নিখোঁজ হয়ে গেল ১০ বছরের এক নাবালিকা। তার নাম খুশি গোয়ালা। রাজগঞ্জের ফাটাপুকুরে ইরানিবস্তি এলাকায় তার মাসির বাড়িতে বেড়াতে এসেছিল খুশি।

পুজোয় ষষ্ঠীতে খুশির এক দূর-সম্পর্কের মেসোর সঙ্গে ফাটাপুকুরে মাসির বাড়িতে এসেছিল সে। এরপর লক্ষ্মী পুজোর দিন খুশি ফাটাপুকুরেই সম্পর্কে তার এক দিদি বাড়িতে যেতে চেয়েছিল। তবে সেদিন যাওয়া হয়নি। এরপরই গত ২১ অক্টোবর দুপুর ২টার পর থেকে আর দেখা যায়নি খুশিকে। আশে পাশে পরিচিতিদের কাছে খোঁজ নিয়েও কোনও হদিস মেলেনি তার। হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে কোথায় বেপাত্তা হয়ে গেল ১০ বছরের নাবালিকা, তা নিয়ে চিন্তায় পড়েছে পরিবার। শনিবার রাজগঞ্জ থানায় মিসিং ডায়েরি করেছেন খুশির মাসির বাড়ির লোকজনেরা।

কিশোরীর আত্মীয় আকাশ সিং জানান, মেয়েটির আসল বাড়ি বিহারের কাটিহার জেলার গেরাবাড়ি এলাকায়। পুজোয় ফাটাপুকুরে মাসির বাড়িতে বেড়াতে এসেছিল সে। তবে বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় খুশি। প্রথমে মনে করা হয়, হয়তো আশেপাশে কোথাও খেলতে বেরিয়েছে কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় দুশ্চিন্তার মেঘ ঘনীভূত হয়। গোটা রাত পেরিয়ে গেল খুশির কোন হদিস পাওয়া যায়নি। এরপর বিষয়টি রাজগঞ্জ থানায় জানানো হয়েছে। তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ।

About The Author