৯-এ ৯! কোহলি, রোহিতরা নিলেন উইকেটও, ডাচদের ১৬০ রানে হারিয়ে সেমিতে ভারত

সেমিফাইনালের আগে দীপাবলিতে চার ছয়ের ফুলঝুড়ি ওড়াল ভারতীয় ব্যাটাররা। বড় ব্যবধানে নেদারল্যান্ডসকে হারিয়ে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া। ডাচদের বিরুদ্ধে উইকেট নিলেন বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত শর্মা। নেদারল্যান্ডসকে ১৬০ রানে হারিয়ে লিগ পর্বে ন’টি ম্যাচের ন’টিতেই জিতল ভারত। অপরাজিত থেকেই তারা সেমিফাইনালে খেলতে নামবে।

তবে ব্যর্থ মহম্মদ সামি। স্পিনারদের ঘূর্ণিতে ধরাশায়ী হয়ে যায় নেদারল্যান্ডসের ব্যাটিং লাইন আপ। এদিন ৪১০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ২৫০ রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস। ১৬০ রানে জয় হাসিল করে ভারত। মুম্বইতে প্রথম সেমিফাইনালে ১৫ নভেম্বর ভারত খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।রবিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নেমে ছিল টিম ইন্ডিয়া। দীপাবলিতে মাঠে ফুলঝুড়ির মতো চার-ছয়ের বন্যা বইয়ে দিলেন ভারতের টপ অর্ডারের ৫ জন ব্যাটার। চিন্নাস্বামীতে ডাচদের বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত।

গিলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নেমে প্রথম বল থেকেই ব্যাট চালাতে শুরু করেন রোহিত শর্মা। সেই ধারা বজায় রাখেন শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুল। শতরান করেন শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুল। পঞ্চাশের গণ্ডি টপকে যান বাকি তিন ব্যাটার রোহিত, গিল ও কোহলি।এদিন লোকেশ রাহুল ১১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ৬৪ বলে ১০২ রান করে সাজঘরে ফেরেন। লোকেশ রাহুলের শতরান ছাড়া রবিবার চিন্নাস্বামীতে রোহিত শর্মা করেন ৬১, শুভমন গিল ৫১, বিরাট কোহলি ৫১, শ্রেয়স আইয়ার অপরাজিত ১২৮ ও সূর্যকুমার যাদব ২ রানে অপরাজিত থাকেন।

বিশ্বকাপ ২০২৩-এর ম্যাচে ভারতের টপ অর্ডারের ৫ জন ব্যাটার ব্যক্তিগত ৫০ রানের গণ্ডি টপকে সম্মিলিতভাবে বিশ্বরেকর্ড গড়েন। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৪১০ রানের বিশাল ইনিংস গড়ে তোলে।৪১১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ২৫০ রানেই শেষ হয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস। এত বড় রান তুলতে হিমশিম খেতে হয় ডাচদের। ১৬০ রানে জয় হাসিল করে ভারত। এদিন দলের ষষ্ঠ বোলারের কাজটি করলেন বিরাট কোহলি। তিনিও তুলে নিয়েছেন বিপক্ষের একটি গুরিত্বপূর্ণ উইকেট। অধিনায়ক স্কট এডোয়ার্ডসকে ১৭ রানে সাজঘরে ফেরান কোহলি। এদিন শুধু কোহলিই উইকেট পাননি, ডাচদের শেষ উইকেট নেন অধিনায়ক রোহিত শর্মা। এদিন সিরাজ পেয়েছেন ১টি উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন জাদেজা এবং কুলদীপ। এই নিয়ে ভারতীয় দল চলতি বিশ্বকাপে টানা নয়টি ম্যাচ জিতল। আগেই সেমিফাইনালে চলে গিয়েছিল তারা। মুম্বইতে প্রথম সেমিফাইনালে ১৫ নভেম্বর তারা খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।নেদারল্যান্ডস দলের পক্ষে আশার কথা, তারা একেবারে আত্মসমর্পণ করেনি। ভারতের কাছে শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা বাংলাদেশ যেভাবে ধরাশায়ী হয়ে গিয়েছে, ডাচ তারকারা ব্যাটে লড়াই করেছেন।

 

About The Author