আগামী ৬ তারিখ অবধি ইডির হেফাজতেই থাকতে হবে জ্যতিপ্রিয়কে, আদালতের রায় শুনেই জ্ঞান হারালেন মন্ত্রী। চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হল হাসপাতালে।
প্রায় ২০ ঘণ্টা টানা তল্লাশি শেষে শুক্রবার ভোরে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রীকে গ্রেফতার করে ইডি। আদালতে তোলা হলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদনের ভিত্তিতে অভিযুক্ত মন্ত্রীকে ১০ দিন ইডি হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। ওই নির্দেশ শোনার পরেই কোর্ট চত্বরে অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয়। তিনি বমি করতে থাকেন। শারীরিক সমস্যার কারণে এর পর বিচারক মন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আরও কিছু নির্দেশ বেধে দেন। আদালত জানায়, ইডি হেফাজতে থাকাকালীন অভিযুক্তকে তাঁর মেয়ে খাবার দিতে পারবেন। তবে সেই খাবার নিরাপদ কি না, তা বিশেষ ভাবে যাচাই করে দেখতে হবে ইডির তদন্তকারী আধিকারিককে। প্রতি মুহূর্তে খাবার পরীক্ষা করে খেতে দিতে হবে।