সামি-বুমরাহর ঝোড়ো বোলিংয়ে উড়ে গেল ইংল্যান্ড। ১০০ রানে ব্রিটিশদের হারাল ভারত।
রবিবারের বিশ্বকাপ ম্যাচে লখনউয়ের একানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড দলের অধিনায়ক বাটলার। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ৪০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। রান পাননি শুভমান গিল (৯), বিরাট কোহলি (০), শ্রেয়স আইয়ার (৪)। শুন্য রানে আউট মেনে নিতে না পেরে কার্যত মেজাজ হারিয়েছিলেন কোহলি। এরপর খেলা ধরে নেন অধিনায়ক রোহিত শর্মা ও কেএল রাহুল। ৫৮ বলে ৩৯ রান করে রাহুল আউট হন। আদিল রশিদের বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন হিট-ম্যান। সূর্যকুমার যাদব (৪৯) ও বুমরাহর (১৬) লড়াকু ব্যাটিংয়ে ভর করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান তোলে ভারতীয় দল।
ইংরেজ বোলারদের মধ্যে ডেভিড উইলি ৩টি, ক্রিস ওকস ও আদিল রশিদ ২টি করে এবং মার্ক উড ১টি উইকেট নেন।জবাবে ব্যাট করতে নেমে ৪.৫ ওভারে দ্রুত ৩০ রান তুলে নেন জনি বেয়ারস্টোরা। অনেকেই মনে করেছিলেন ২৩০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে সহজেই হয়তো সেই রান তুলে নেবে ইংল্যান্ড। কিন্তু সামি-বুমরাহরা অন্যরকম ভেবেছিলেন। তাঁদের দাপটে একের পর উইকেট হারাতে থাকে ইংরেজরা। খাতা খুলতে পারেননি জো রুট (০) ও বেন স্টোকস (০)। লিভিংস্টোন (২৭), বেয়ারস্টো (১৪), বাটলার (১০), ম্যালান (১৬) সহ বাকি ইংরেজ ব্যাটারদের কেউই ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেননি।
শেষ পর্যন্ত ৩৪.৫ ওভারে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ১০০ রানের বিরাট ব্যবধানে ম্যাচ হারেন বাটলাররা। ভারতীয় বোলারদের মধ্যে সামি ৪টি, বুমরাহ ৩টি, কুলদীপ যাদব ২টি ও রবীন্দ্র জাদেজা ১টি উইকেট পেয়েছেন। ম্যাচের সেরা টিম ইন্ডিয়ার রোহিত শর্মা।