জলপাইগুড়ি: প্রায় ৪৬ বছর পর তার পুরনো কর্মস্থল জলপাইগুড়িতে এলেন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ। সন্ধ্যায় তাঁর পুরনো সহকর্মীর বাড়িতে গিয়ে দেখা করলেন সিভি আনন্দ। ১৯৭৭ সালে এই জলপাইগুড়িতেই ব্যাঙ্ক কর্মী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। সেসময়ে ওই ব্যাঙ্কের প্রবন্ধক ছিলেন অশোক রায় চৌধুরী। ৪৬ বছর বাদে শহরে পা দিয়েই ছুটলেন প্রাক্তন সহকর্মীর বাড়িতে। প্রথম সাক্ষাতেই জড়িয়ে ধরলেন। রাজ্যপাল তথা পুরনো সহকর্মীকে সামনে পেয়ে আপ্লুত অশোক বাবুও।
রাজ্যপাল জানিয়েছেন, তার কর্মজীবনের শুরুতে তিনি একজন ব্যাংক কর্মী ছিলেন। প্রথম পোস্টিং ছিল জলপাইগুড়ি শহরের স্টেট ব্যাঙ্কে। ওই সময় ওই ব্যাংকের মুখ্য প্রবন্ধ ছিলেন অশোক কুমার রায়চৌধুরী। তিনি ছিলেন বর্তমান রাজ্যপালের একজন পরামর্শদাতা। যেহেতু কর্মজীবনের শুরু থেকেই ওই ব্যক্তি তাকে গাইড করেছিলেন তাই সেই সময়ের স্মৃতি আজও মনে রেখেছেন রাজ্যপাল। এদিকে, রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিন দিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন সিভি আনন্দ। প্রথম দিনই সহকর্মীর সঙ্গে দেখা করলেন। বাড়িতে এসে মিষ্টি-কফিও খেলেন।
আগামীকাল অর্থাৎ শুক্রবার জলপাইগুড়ি শহরের ওই ব্যাঙ্কে ঘণ্টাখানেকের জন্য যেতে পারেন রাজ্যপাল। এরপর তিনি শহরের অসম মোড়ের কাছে মিশনারিজ অফ চ্যারিটিতেও যেতে পারেন। সেখানেও ঘণ্টাখানেক থাকতে পারেন গভর্নর। রাজ্যপাল তাঁর প্রথম কর্মক্ষেত্র দেখতে এসেছেন, তাই সাজো সাজো রব পড়ে গিয়েছে জলপাইগুড়ি শহরে।