২৫ টাকায় ওয়েবসিরিজ-ছবি! অ্যাপ তৈরি করে গ্রেপ্তার যুবক

আলিপুরদুয়ার: ওয়েবসিরিজ বা OTT-তে ছবি দেখতে যেখানে বহুমুল্য সাবস্ক্রিপশন কিনতে হয়, সেখানে মাত্র ২৫ টাকায় একগাদা স্ট্রিমিং চ্যানেল, সদ্য মুক্তি পাওয়া সিনেমা থেকে ওয়েব সিরিজ, সামান্য খরচে এসবই দেখার সুযোগ করে দিয়েছিল বছর ২০-র এই যুবক। ক্লাস এইটের বিদ্যে থাকলে কি হবে, হ্যাকিংয়ের কেরামতি দেখিয়ে পুলিশ এবং চ্যানেল মালিকদের মাথা ঘুরিয়ে দিয়েছে। আলিপুরদুয়ারে বারবিশার ওই যুবক সুদিপ সূত্রধর, বিগত দুমাস ধরে একটি অ্যাপ তৈরি করে সেখানে মাত্র ২৫ টাকার বিনিময়ে এই দিয়ে কার্যত ব্যবসা শুরু করে দিয়েছিল। এরফলে ক্ষতি টের পেয়েছিলেন একটি নামি চ্যানেল কর্তৃপক্ষ। তাদের লিখিত অভিযোগের ভিত্তিতেই সোমবার রাতে বারোবিশা এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করেছে কুমারগ্রাম থানার পুলিশ। অভিযোগ অনুযায়ী, ওই যুবক শুধু এ দেশের চ্যানেলই নয়, একাধিক পাকিস্তানি চ্যানেলও দেখার ব্যবস্থা করেছিল অ্যাপেড় মাধ্যমে। এত কম বয়সে নিজের হাতে অ্যাপ বানিয়ে তিনি যে ভাবে ওই কারবার চালাচ্ছিলেন, তা দেখে হতভম্ব তদন্তকারীরা। মঙ্গলবার তাঁকে আলিপুরদুয়ার জেলা আদালতে হাজির করানো হয়। তাঁর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

About The Author