পার্থ-অর্পিতা, ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার! অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারী, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, বছরের শুরুতে ট্রেন দুর্ঘটনা, দশমীর হড়পা বানে ভেসে মৃত্যু, খুনি প্রেমিকের ভয়াল রূপ, আনিস খুন, বগটুই কাণ্ড, কেকে-গীতশ্রীর প্রয়ান, ঐন্দ্রিলার ইতি এবং বছর শেষে বন্দেভারত ট্রেন। দেখতে দেখতে ২০২২-এর শেষ লগ্ন হাজির! বিদায় বেলায় আবারও দেখে নেওয়া যাক ২২-এর কয়েকটি সেরা ঘটনা যা নিয়ে তোলপাড় হল গোটা বাংলা।
২২-র দোরগোড়ায় এসেও পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ঘর থেকে কোটি কোটি টাকা উদ্ধারের দৃশ্য এখনও যেন এখনও চোখে লেগে রয়েছে। সেই সঙ্গে বহুল আলোচিত হল পার্থ অর্পিতা জুটি। জুলাই মাসের সেই ঘটনা এখনও দু’জনেই জেলবন্দী রয়েছেন। সেই ঘটনার জেরেই মন্ত্রিত্ব খুইয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
গত বছরের আরো একটি আলোচিত ঘটনা হলো গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলেরে হাজিরা দেওয়া নিয়ে নাটক এবং শেষে সিবিআই-এর হাতে কেষ্টর গ্রেফতারি। গত ১১ই আগস্ট অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই। এই মামলায় এখনও জামিন পাননি কেষ্ট। কেষ্টর গ্রেপ্তারির পরই ঢাক বাজিয়ে গুঁড়-বাতাসা বিলিয়েছিলেন বিরোধীরা।
রাজ্যের আরও একটি সেরা আলোচিত খবর হলো শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা এবং সেই বিষয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পরপর রায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই প্রাক্তন কর্তাদের গ্রেপ্তারিসহ অনেকেরই চাকরি গিয়েছে। সেই ঘটনায় নাম জড়িয়েছে শাসকদলের নেতা মন্ত্রীদের। বিরোধীদের নজর কেড়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
২০২২ এর শুরুতে ১৩ জানুয়ারি ময়নাগুড়িতে বিকানের গুয়াহাটি এক্সপ্রেসের ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে। যে ঘটনায় মৃত্যু হয় ৯ জনের। আহত হয়েছিলেন অন্তত ৪২ জন। সেই ঘটনাকে ঘিরে পড়ে ভূতের আতঙ্ক ইত্যাদি নানা খবর উঠে এসেছিল।
মে মাসের শেষ তারিখে কলকাতায় অনুষ্ঠান করতে এসে গরমে অসুস্থ বোধ করার পর মৃত্যু হয়েছিল বলিউড বিখ্যাত গায়ক কেকে-র। সেই ঘটনায় আয়োজকদের বিরুদ্ধে উঠেছিল চরম অভিযোগ। একই সময়ে গায়ককে নিয়ে রূপঙ্কর বাগচীর মন্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র সমালোচনা তৈরি হয়েছিল।
বিজয় দশমীতে দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে মালবাজারে হড়পা বানে ভেসে গিয়ে মারা গিয়েছিলেন ৮ জন দশমীর রাতে সেই খবরে বিষাদের সুর ছড়িয়েছিল রাজ্য জুড়ে। প্রশাসনের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। পড়ে মৃতদের পরিবারগুলির সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।
দোসরা মেয়ে বহরমপুরের এক কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে ভর সন্ধ্যায় কুপিয়ে খুন করেছিলেন তার প্রাক্তন প্রেমিক সুশান্ত। সেই ঘটনায় একসময়ের কাছের মানুষকে ভালোবাসার সম্পর্কে আঘাত পেয়ে ভয়ানক পর্যায়ে যেতে দেখেছে রাজ্যবাসী।
বছরে শুরুতেই লতাজি বাপি লাহিড়ীর পর প্রয়াত হলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়।। ১৫ ফেব্রুয়ারি ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মিত্র মাত্র কুড়ি দিন আগে কেন্দ্রের তরফ থেকে তাকে পদ্মশ্রী দেওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শিল্পী।
গেল বছরের একটি বড় ঘটনা ছিল ছাত্রনেতা আনিস খানের রহস্য মৃত্যু। এই ঘটনার তদন্ত এখনও চলছে। বাম সংগঠন বিষয়টি নিয়ে এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে।
২২ মার্চ বিধানসভা বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার অভিযোগ এনেছিল বিরোধীরা নতুন মাত্রা যোগ দিয়েছিল বকটি গণহত্যা একই রাতে ওই গ্রামের দশটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ। যেই ঘটনায় আটজনের মৃত্যু হয়েছিল।
কুড়ি নভেম্বরে মৃত্যু হয়েছিল অভিনেত্রী ঐন্দ্রিলার বেশ কয়েক বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করেছিলেন তিনি অভিনয়ের পাশাপাশি তার জীবনের লড়াই কাহিনী অনুপ্রাণিত করেছে অনেককেই সেই সঙ্গে রাজ্যবাসী জেনেছিল তাদের হার না মানা ভালোবাসার গল্প।
বছর শেষে বন্দে ভারত ট্রেনের খবর আলোচিত হয়েছে রাজ্যে সেই সময়ই। হাওড়ায় এসে রাজ্যের প্রথম বন্ধ ভারত ট্রেনের উদ্বোধন করার কথা থাকলেও প্রধানমন্ত্রী মায়ের মৃত্যুr কারণে ভার্চুয়ালি উদ্বোধন করেন সেই ট্রেন সেখানে আবার জয় শ্রীরাম স্লোগান নিয়ে রাজনৈতিক নাটকের মুহূর্ত থাকলো রাজ্যবাসী।