কলকাতা: এক দুই নয়! এবার দু’হাজার বন সহায়ক নিয়োগের তালিকা বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। তার বদলে আগামী দু’মাসের মধ্যে নতুন করে নিয়োগ তালিকা তৈরি করতে হবে।
অভিযোগ, লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী বন সহায়ক নিয়োগের আবেদনপত্র জমা দেয়। যোগ্যতার ভিত্তিতে না যাচাই করে দুর্নীতির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চালিয়েছে বন দপ্তর। বুধবার কলকাতা হাইকোর্ট দু’হাজার বনসহায়ক নিয়োগের তালিকা বাতিল করার নির্দেশ দিয়েছে। তবে যারা এতদিন চাকরি করছিলেন তাদের চাকরি বাতিল হচ্ছে না। নতুন নিয়োগ তালিকায় যদি তারা যোগ্যতায় না আসতে পারে তাহলে তাদের চাকরি বাতিল করা হতে পারে। প্রসঙ্গত, তৎকালীন বনমন্ত্রী রাজিব বন্দ্যোপাধ্যায় দল পাল্টানোর পরে সেই দুর্নীতির কথা প্রকাশ্যে বলে ফেলেন মুখ্যমন্ত্রী নিজেই।