জলপাইগুড়ি: অসম থেকে শিলিগুড়িতে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল তিন কেজি ওজনের হাতির দাঁত। প্রায় ১৫ লক্ষ টাকার প্রাণীর দেহাংশ পাচারের চেষ্টা রুখে দিল বৈকুন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম মনিকান্ত গোয়ালা। আলিপুরদুয়ার বাসিন্দা। উদ্ধার হয়েছে ৩ কেজি ওজনের হাতির দাঁতটি।
বনদফতর সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর মেলে, অসম থেকে হাতির দাঁত পাচার করতে শিলিগুড়িতে আনা হচ্ছে। ওই দাঁতটি ১৫ লক্ষ টাকায় বিক্রি করা হবে। দুই পাচারকারী এর জন্য একটি হাতির দাঁত নিয়ে শিলিগুড়ি অভিমুখে রওনা হয়েছে। খবর পেয়ে বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত তার টিম নিয়ে শিলিগুড়ি তিন বাত্তি এলাকায় ঘাটি গাড়েন। তাঁরা লক্ষ করেন তিন বাত্তি এলাকায় একটি লাইন ট্রাক থেকে দুজন ব্যক্তি নামেন। তাঁদের হাতে বস্তা।
বনকর্মীরা তাঁদের দিকে এগিয়ে যেতেই পালাতে থাকেন তাঁরা। এরপর বনকর্মীরা তাঁদের পিছু ধাওয়া করেন। একজনকে পাকড়াও করেন। অপর একজন পালিয়ে যায়। ধৃতের হাতের বস্তা তল্লাশি করলে সেখান থেকে বেরিয়ে আসে প্রায় তিন ফুট লম্বা তিন কেজি হাতির দাঁত। সঙ্গে-সঙ্গে ওই পাচারকারীকে গ্রেফতার করে বেলাকবা রেঞ্জ অফিসে নিয়ে আসে বনকর্মীরা। ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে তোলা হবে।