হোলিতে ধূপগুড়ি সুপার মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১৭টি দোকান

রঙের উৎসবের মধ্যেই ধূপগুড়িতে ফের বিধ্বংসী আগুন। সুপার মার্কেটে আগুনে পুড়ে ছাই হল পেঁয়াজের গোডাউন সহ ১৭টি দোকান।

কি কারণে আগুন, তা জানা না গেলেও প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিটের জেরে এই ঘটনা। হতাহতের কোনও খবর নেই।

স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল বাহিনীর কর্মীরা। ফের ধূপগুড়ি শহরে আগুন। সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত প্রায় ১৭টি দোকান। আগুন নেভাতে ঘটনাস্থলে যায় দমকল বাহিনীর ৩টি ইঞ্জিন। সেখানে পৌঁছায় ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। 

About The Author