হাসপাতাল থেকেই ছাড়া পেতেই অনুব্রতকে ফের তলব করবে সিবিআই। সেই আশঙ্কাই সত্যি হল। গতকালই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অনুব্রত মণ্ডল। এরপরই আবারও ‘কেষ্ট’কে তলব করল সিবিআই। শনিবার বিকেল সাড়ে ৫টার মধ্যে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গতকালই এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অনুব্রত মণ্ডল। ৬ এপ্রিল থেকে তিনি ভর্তি ছিলেন হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে। হাসপাতাল জানিয়েছে, তার হৃদযন্ত্রে দু’টি ব্লকেজ রয়েছে। আরও কিছু পরীক্ষা করে সেই রিপোর্ট দেখে পরবর্তী চিকিৎসা পদ্ধতি ঠিক করবেন চিকিৎসকেরা। আপাতত সম্পূর্ণ বিশ্রাম করতে বলা হয়েছে তাঁকে। এরমধ্যেই ফের অনুব্রতকে তলব করল সিবিআই। বিকেল ৫টার মধ্যে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।