জলপাইগুড়ি: সীমান্তে গরু পাচারের দায়ে বিএসএফ-এর গুলিতে মৃত্যু হল এক ব্যক্তির। রাজগঞ্জের চাউলহাটি-ভাটপাড়া সীমান্তের ঘটনা। বিএসএফ সূত্রে খবর, মৃতের নাম কাজিরুল মহম্মদ (৪৬)। তাঁর বাড়ি রাজগঞ্জ ব্লকের ভাঙামালি গ্রামে। সকালে ব্যক্তির মৃত্যুর খবর আসতেই কান্নায় ভেঙ্গে পড়েন বাড়ির লোকজন। বিএসএফ-এর অভিযোগ মানতে নারাজ মৃতের পরিবার।
বিএসএফ-এর তরফে জানা গিয়েছে, সোমবার রাতে খালপাড়া সীমান্ত দিয়ে পাচারকারীদের একটি দল গরু পাচারের চেষ্টা করছিল। কর্তব্যরত ১৯৫ নং ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করেন। এরপরই জওয়ানদের উপর পাচারকারীরা হামলা চালায় বলে অভিযোগ। আহত হন বিএসএফ-এর কয়েকজন। আত্মরক্ষার তাগিদে গুলি চালান বিএসএফ জওয়ানরা। কয়েকজন পাচারকারী সেখান থেকে পালিয়ে গেলেও গুলি লাগে কাজিরুলের। বিএসএফ আধিকারিকরা তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে যায়। সেখানেই অভিযুক্ত পাচারকারীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
এদিকে, ভাঙ্গামালি গ্রামে অভিযুক্তের বাড়িতে কান্নায় ভেঙ্গে পড়েছেন সকলে। পরিবারের লোকেদের দাবি, সোমবার রাতে কয়েকজন তাঁকে ডেকে নিয়ে যায় তারপরই আজ সকালে এমন খবর জানা গেল। তাদের আরও দাবি, কাজিরুল অনেক আগে এই কাজ ছেড়ে দিয়েছিলেন। বর্তমানে তিনি কৃষিকাজ করছিলেন।