সাংস্কৃতিক মঞ্চে নবীন-প্রবীণের মেলবন্ধনে অভিভূত রাজগঞ্জ

রাজগঞ্জ: নবীন-প্রবীণের সমাবেশে মেতে উঠল রাজগঞ্জের সুভাষপল্লী বাবুপাড়া। রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান উদযাপনের অংশ হিসেবে সাংস্কৃতিক মঞ্চে ধরা পড়ল এক অভাবনীয় ছবি। নবীনদের সঙ্গে সমান তালে পা মিলিয়ে পাড়ার কাকিমা, দিদিমা, মাসি, পিসিরাই একসঙ্গে গীতিনাট্য পরিবেশন করলেন। সেই উদ্যোগে সামিল হয়েছিলেন এলাকার প্রধানও।

সোমবার রাজগঞ্জের বাবুপাড়া সুভাষপল্লী কালচারাল ক্লাবের উদ্যোগে এবারে একটু অন্যভাবেই উদযাপিত হল রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠান। সুখানি অঞ্চলের প্রধান শম্পা দত্তকেও দেখা যায় সেই মঞ্চে। নবীন-প্রবীণদের এমন সমাবেশ চাক্ষুষ করে ভীষণই খুশি এলাকার সকলে। সোমবার রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানের পাশাপাশি বাবুপাড়া সুভাষপল্লী কালচারাল ক্লাবের ক্লাব ঘরেরও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ছিলেন এলাকার বিশিষ্টজনেরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে বয়সের পরোয়া না করেও যেভাবে সকলে মিলে গীতিনাট্য পরিবেশন করেছেন, তাতে সকলেই বেশ খুশি। সাধুবাদ জানিয়েছেন উদ্যোক্তাদের। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন দিপঙ্কর দে।

About The Author