রাজগঞ্জ: ২৯ বছর বয়সেই ১৯টি পঞ্চায়েত সামলানোর দায়িত্ব পেয়েছেন মুন্না। রাজগঞ্জের মাঝিয়ালির প্রধান হিসেবে নতুন মুখ মুন্না ওরফে সুমিতকে সংবর্ধনা দিল তৃণমূল কংগ্রেস। নতুন দায়িত্ব পেয়ে বিরোধীদের সঙ্গে নিয়ে কাজ করার বার্তা যুবকের।
রবিবার রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের নব-নির্বাচিত প্রধানকে সংবর্ধনা দিল দলের কর্মী সমর্থকরা। রাজগঞ্জের ভুটকি হাটের সুমিত দত্ত ওরফে মুন্না এবারে প্রথমবার তৃণমূলের হয়ে ১০৯ নম্বর বুথে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিরোধী কয়েকটি দলকে পরাজিত করে জয়লাভ করেন তিনি। সমাজসেবাতেও সুমিত দত্তের সুনাম রয়েছে। তাই দলের পক্ষ থেকে তাকে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত করা হয়। যুবককে প্রধান হিসেবে পেয়ে খুশি এলাকার বাসিন্দারা। তার এই কৃতিত্ব যুবসমাজকে অনুপ্রেরণা যোগাবে বলে মত অনেকের। এই বিষয়ে সুমিত দত্ত বলেন, বিরোধী দলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন করাই মূল লক্ষ্য।