শুভেন্দু অধিকারীকে নিয়েই ভেঙে পড়ল খাট, উদ্ধার করলেন দেহরক্ষীরা

ময়নাগুড়িতে নির্যাতিতার বাড়িতে গিয়ে খাটে বসতেই বিপত্তি। শুভেন্দু অধিকারীকে নিয়েই ভেঙে পড়ল খাট। কোনওরকমে শুভেন্দুকে উদ্ধার করেন তাঁর দেহরক্ষীরা। সামনে এসেছে সেই মুহূর্তের ভিডিও। এদিন BJP-র প্রতিনিধিরা শুভেন্দুর সঙ্গে ময়নাগুড়ির নির্যাতিতার বাড়িতে যান।

নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলার জন্য শুভেন্দু অধিকারী খাটে বসতেই সেটি ভেঙে যায়। এদিকে নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ‘তদন্তে অনেক গাফিলতি রয়েছে। উচ্চপর্যায়ের তদন্তকারীকে দিয়ে কোর্টের তত্ত্বাবধানে তদন্ত একমাত্র সুবিচার দিতে পারে।’ এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে আসেন ১৭জন বিধায়ক। নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে প্রায় ১৫ মিনিট ধরে কথাও বলেন শুভেন্দু অধিকারী। কথা বলে বেরিয়ে আসার পর, রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে শুভেন্দু অধিকারী বলেন, ‘মদ বন্ধ করে দিক, সব সমস্যার সমাধান হয়ে যাবে।’

About The Author