নিজের শরীরকে বার কয়েক পেচিয়ে সোজা গাছে উঠে পড়ছে অতিকায় সাপ। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি। মজা করে সাপটির নাম দেওয়া হয়েছে পোল ড্যান্সার। আসলে সোজা গাছে ওপরে উঠতে নিজের লম্বা শরীরকে ইংরেজি S আকৃতির মত কয়েক দফায় পেচিয়ে গ্রিপ তৈরি করে। উচ্চতা যত বেশি হবে শরীরে প্যাঁচ বা গ্রিপ সংখ্যায় ততই বাড়বে। এভাবেই ধাপে ধাপে সোজা গাছ বা নল বেয়ে ওপরে উঠতে থাকে সাপ। ভিডিওটি কোথাকার তা জানা যায়নি। তবে ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন বন কর্তা সুশান্ত নন্দ। সাপটিকে মজা করে নাম দেওয়া হয়েছে পোল ড্যানসার। তাঁর কথায়, সাপের এই চলনকে কনসারটিনা লোকোমোশেন বলে।
‘বুঝেছি তোমার খিদে পেয়েছে। একটু পরেই তোমাকে খাবার দেওয়া হবে। এরকম শান্ত থাকবে কিন্তু। মাকে একদম জ্বালাবে না।’ বছর শুরুতেই সামাজিক মাধ্যমে ভাইরাল হল এক খুদের সঙ্গে নার্সের আলাপচারিতা। সদ্যজাতের সঙ্গে কথা বলছেন এক নার্স। মন দিয়ে চুপ করে সেই কথা শুনছে একরত্তি। নার্স মহিলার এক হাতে শিশু এবং অন্য হাতে আঙ্গুল নাড়িয়ে কথা বলছেন মহিলা। বাচ্চাটিও না কেঁদে মন দিয়ে সব শুনছে যেন। নার্স তাকে বলছে, ‘মাকে একদম জ্বালাবে না, ভালো বাচ্চারা মাকে জ্বালায় না। গুড বয় না তুই, ঠিক এরকম শান্ত থাকবি।’ এদিকে, একরত্তি খুদেটিও একটুও না কেঁদে চুপ করে সেই কথাগুলি শুনছে। তার মুখের ভাব দেখলে সকলের মন ভরে যাবে। বলাই বাহুল্য, ভিডিওটি ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
দীর্ঘ চার বছরের সঙ্গীকে হারিয়ে ব্যথিত এক ময়ূরের কষ্টের দৃশ্য উঠে এসেছে নেট মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, একটি মৃত ময়ূরের দেহ দু’জন বয়ে নিয়ে যাচ্ছেন এবং তাদের পেছন পেছন হেঁটে চলেছে মৃত ময়ূরটির দীর্ঘদিনের সঙ্গী। সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ময়ূর দুটি একে অপরের সঙ্গী হিসেবে দীর্ঘ চার বছর একসঙ্গে ছিল। আর সে কারণেই হয়ত সঙ্গীর মৃত্যুর পরও তাকে ছেড়ে দিতে চাইছে না ওপর সঙ্গী। রাজস্থানে কুচেরা শহরে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। মৃত ময়ূরকে মাটি চাপা দেওয়া পর্যন্ত ওই দুই ব্যক্তিকে অনুসরণ করেছিল প্রাণীটি। বন বিভাগের কর্মকর্তা প্রবীণ কাসওয়ান নিজের টুইটার অ্যাকাউন্টে এই ভিডিওটি শেয়ার করেন। ভিডিওটি দেখে মন গলেছে নেটিজেনদের।