জলপাইগুড়ি: জাতীয় সড়কে উল্টে গেল কমলাবোঝাই লরি। হাতের সামনে রাস্তার ওপর কারি কারি কমলালেবু গড়াগড়ি খেতে দেখে লোভ সামলাতে পারলেন না স্থানীয়দের অনেকেই। একটার পর একটা হাতে নিয়ে কমলালেবুর কোয়া চুষতে শুরু করলেন কয়েকজন। একেই হয়তো বলে, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ।
শুক্রবার এই ছবি ধরা পরল জলপাইগুড়ির গোশালা মোড় সংলগ্ন এলাকায়। কুয়াশাচ্ছন্ন সকালে জায়গা থেকে কমলা বোধহয় লরিটি শিলিগুড়ি যাওয়ার পথে গোশালা মোড়ের অদূরে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। দৃশ্যমানতা কম থাকার কারণে পেছন দিক থেকে একটি গাড়ি ধাক্কা মারে যার ফলে কমলালেবু বোঝায় গাড়িটি উল্টে যায়।
কমলার গাড়ির পাল্টি খেয়েছে শুনে এলাকায় ভিড় করেন এলাকাবাসীরা। তাদের কয়েকজন কমলা কুরিয়ে খেতে শুরু করেন। এই ঘটনায় গাড়ির মালিক জানান অর্ধেক তো মানুষেরাই খেয়ে ফেলল তবে কিছু করার নেই। ঘটনাস্থলে পৌঁছে গাড়ি উদ্ধার করে পুলিশ। তবে কমলা ব্যবসায়ীর যা ক্ষতি হওয়ার তা হয়েই গিয়েছে।