রাষ্ট্রসংঘে প্যালেস্তাইনে ইজরায়েলি বসতির বিরুদ্ধে ভোট দিল ভারত

কেটে গিয়েছে এক মাসেরও বেশি সময়। হামাস-ইজরায়েল সংঘর্ষ থামার কোনও লক্ষণ নেই। এই পরিস্থিতিতে প্যালেস্তাইনে ইজরায়েলি বসতি স্থাপনের নিন্দা করে রাষ্ট্রসংঘের একটি প্রস্তাবের পক্ষে ভোট দিল ভারত। সব মিলিয়ে ১৪৫টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ভোটদানে বিরত ছিল ১৮টি দেশ। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে সাতটি দেশ।

এই প্রস্তাবে পূর্ব জেরুজালেম ও অধিকৃত সিরিয়ার গোলান-সহ প্যালেস্তাইন ভূখণ্ডের সমস্যা সমাধানে ইজরায়েলি পদক্ষেপের নিন্দা করা হয়। ২০ নভেম্বর খসড়া প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে কানাডা, হাঙ্গেরি, মার্শাল দ্বীপপুঞ্জ ও আমেরিকা সহ মোট সাতটি দেশ।

প্রসঙ্গত, গত মাসে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে জর্ডানের পেশ করা এক খসড়া প্রস্তাবে ভোটদানে বিরত ছিল ভারত। ওই প্রস্তাবে ইজরায়েল-হামাস সংঘর্ষে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছিল। কিন্তু প্রস্তাবে হামাসের নাম না উল্লেখ থাকায় ভারত ওই প্রস্তাবে ভোট দেয়নি। তবে এদিনের প্রস্তাবে ভারত ইজরায়েলের দখলদারির বিরুদ্ধে ভোট দেওয়ায় আন্তর্জাতিক রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। আরব দেশগুলোর প্রতিক্রিয়ার কথা মাথায় রেখে ভারত ‘বন্ধু’ হিসেবে পরিচিত ইজরায়েলের সঙ্গে কিছুটা দূরত্ব রাখতে চাইছে কি না, প্রশ্ন উঠছে।

About The Author