রানিনগরে ঝরনার জলে স্নান বন্ধ করল প্রশাসন

Belakoba: রানিনগরে ঝরনার নোংরা জলে স্নান বন্ধ করে দিল ব্লক প্রশাসন। জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা অঞ্চলের রানিনগর বক্সিপাড়ায় ক্যানালের জল লিক করে ঝরনা তৈরি হয়েছে এবং তাতে শিল্পনগরীর বজ্য পদার্থ মিশ্রিত নোংরা জল এসে মিশছে। দু’মাস ধরে বিপজ্জনকভাবে এলাকার কচিকাঁচা থেকে বহিরাগতরা ওই নোংরা জলেই স্নান করছিলেন। সেই খবর প্রশাসনের কানে পৌঁছাতেই নড়ে চড়ে বসল প্রশাসন। মঙ্গলবার প্রশাসনিক কর্তারা সেখানে যান এবং রাস্তায় বাঁশের বেড়া দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়। বিডিও জানান, ঝরনার ওপর নজরদারি চালাবে পুলিশ।

About The Author