মেয়ের ধর্ষককে আদালত চত্বরেই গুলি করে মারলেন প্রাক্তন BSF জওয়ান

মেয়ের ধর্ষককে আদালত চত্বরেই গুলি করে হত্যা করলেন প্রাক্তন বিএসএফ জওয়ান। শুক্রবার উত্তরপ্রদেশের গোরক্ষপুরে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম দিলশাদ হুসেন (২৫)। অপহরণ এবং ধর্ষণের মামলায় জেল হলেও মাস দুয়েক আগেই ছাড়া পেয়ে যান দিলশাদ। শুক্রবার গোরক্ষপুর আদালতে এসেছিলেন তিনি। সেই সুযোগেই নিজের নামের বন্দুক থেকেই অভিযুক্তের মাথায় গুলি করেন প্রাক্তন বিএসএফ জওয়ান।

পুলিশ জানিয়েছে, আদালতের গেটের সামনে আইনজীবীর জন্য অপেক্ষা করছিল দিলশাদ। দুপুর ১টার কিছু পরে দিলশাদের আইনজীবী আসার আগেই সেখানে পৌঁছন প্রাক্তন বিএসএফ জওয়ান ভগবত নিশাদ এবং তাঁর ছেলে নন্দলাল। অভিযোগ, এর পরই নিজের লাইসেন্স করা বন্দুক থেকে দিলশাদের মাথা লক্ষ্য করে গুলি করেন ভগবত। ঘটনাস্থলেই দিলশাদ হোসেনের মৃত্যু হয়।

২০২০-র ১২ ফেব্রুয়ারি প্রাক্তন বিএসএফ জওয়ানের নাবালিকা মেয়েকে অপহরণ এবং ধর্ষণের অভিযোগ ওঠে দিলশাদ হুসেনের বিরুদ্ধে। ২০২১-এর ১২ মার্চ হায়দরাবাদ থেকে দিলশাদকে গ্রেফতার করে পুলিশ। মাস দুয়েক আগেই জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। সেই কাজেই আদালতে এসেছিলেন এদিন। আর সেখানেই এমন ঘটনা।

About The Author