কলকাতা: অশান্তি ছড়ানোর অভিযোগে ভোর রাতে ব্যারাকপুরের বাড়িতে হানা দিয়ে কৌস্তুভকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ।
কংগ্রেসের অভিযোগ, ‘বিনা কারণে’ পুলিশ তাদের আইনজীবী-নেতাকে গ্রেফতার করেছে। ঘটনার পরই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রেরে করে উঠেছেন বিরোধীরা। দলের না হলেও, তীব্র প্রতিক্রিয়া দিয়েছে শুভেন্দু অধিকারীও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৌস্তুভকে হুমকি এবং অশান্তি ছড়ানোর দায়ে গ্রেফতার করা হয়েছে।
শনিবার বিকেলে কৌস্তুভের জামিন মঞ্জুর করল আদালত। জামিন পেয়ে আদালত চত্বরেই নিজের মাথা মুড়োলেন আইনজীবী। প্রতিজ্ঞা নিলেন, ‘যতদিন না মমতাকে উৎখাত করছি, ততদিন চুল রাখব না।’ খবরে জানা গিয়েছে, বিকাশরঞ্জন ভট্টাচার্য কৌস্তভের হয়ে আইনি লড়াই লড়বেন।
কৌস্তুভের গ্রেফতারির পর কংগ্রেস এবং বাম আইনজীবীরা তাঁর পাশে দাঁড়ান। প্রদেশ কংগ্রেস এবং বামমহল কৌস্তুভের গ্রেফতারির কড়া নিন্দা করে। তাঁরা জানিয়েছেন, এই ঘটনাকে নিয়ে জাতীয় স্তরে আন্দোলন হবে।
শনিবার সেই মামলা ওঠে ব্যাঙ্কশাল কোর্টে। বিকেলেই জামিন পেয়ে গেলেন তিনি। আদালত থেকে বেরিয়েই প্রতিজ্ঞা বদ্ধ হলেন।