ভোটের শেষ লগ্নে ভুয়ো ভোটার এবং ভুয়ো এজেন্টের হদিস

শিলিগুড়ি: ভোটের শেষ লগ্নে ভুয়ো ভোটার এবং ভুয়ো এজেন্টের হদিস ঘিরে ব্যাপক শোরগোল ফুলবাড়ির একটিয়াশালে। পোলিং এজেন্টের পরিচয় দিয়ে বুথে বসেছিলেন এক ব্যক্তি। পরিদর্শনে এসে ওই ‘ভুয়ো’ পোলিং এজেন্টকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেন জলপাইগুড়ি লোকসভার পুলিশ অবজার্ভার।

নিজেকে পোলিং এজেন্ট দাবি করলেও তিনি পরিচয় পত্র দেখাতে পারেননি। এরপর কার্যত তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। ওই একই কেন্দ্রে এক ভুয়ো ভোটারও ধরা পড়ে।

ভোটের সকাল থেকেই শিলিগুড়ি পুরনিগমের একটিয়াশালে ভোট কেন্দ্র উত্তপ্ত ছিল। ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার বিধায়ক শিখা চট্টোপাধ্যায় নানা অভিযোগ করেছিলেন। পাল্টা তৃণমূলও স্লোগান তোলে। পরিস্থিতি খতিয়ে দেখতে সেই ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শনে আসেন জলপাইগুড়ি লোকসভার পুলিশ অবজার্ভার সিএস রাও। বুথে ঢুকেই ভুয়ো পোলিং এজেন্টকে ধরে ফেলেন তিনি। ভোটগ্রহণ কেন্দ্র থেকে তাঁকে টেনে বার করে দেন। কেন্দ্রীয় বাহিনীর কাছে তিনি তথ্য নেন, কেন বাইরের মানুষ ওখানে রয়েছেন।

About The Author