ভোটের লাইনে দাঁড়িয়েও তিনি ‘মৃত!’ ভোট দিতে পারলেন না ৯০-এর বিনোবালা

রাজগঞ্জ: ভোট দিতে এসে জানতে পারলেন তিনি মৃত। বছর ৯০-এর বিনোবালা রায় ভোট দিতে না পেরে একরাশ চিন্তা নিয়ে ফিরে গেলেন। প্রথম দফার ভোটে বেশ কিছু জায়গার পাশাপাশি রাজগঞ্জের ১৮/৯৫ আড়িপাড়া বুথেও ধরা পড়ল এমন ঘটনা। এই ভুলের দায় নিলেন BLO নিজেই।

শুক্রবার জলপাইগুড়ি সহ উত্তরের তিন জেলায় প্রথম দফার ভোট হল। রাজগঞ্জের আড়িপাড়ার বৃদ্ধা বছর ৯০-র বিনোবালা ভোট কেন্দ্রে এসে জানতে পারেন তিনি ভোটের তালিকায় মৃতা। তাঁর নাতি সঙ্গে ছিলেন। তিনি জানান, একজন জীবিত মানুষকে মেরে ফেলল ওরা। প্রশ্ন উঠছে, যিনি নিজের পায়ে হেটে ভোটের লাইনে এসে দাঁড়ালেন তিনি কি করে মৃত হতে পারেন। ফলে বৃদ্ধ ভাতা সংক্রান্ত অন্যান্য সরকারি সুবিধা নিয়েও যথেষ্ট আতঙ্কিত পরিবারটি।

বিষয়টি নিয়ে স্থানীয় BLO রেনুকা রায় জানান, সার্ভে চলাকালীন অন্য নাম ভেবে ভুল হয়েছিল। আগামীতে যাতে এমনটা না হয় তাঁর জন্য খেয়াল রাখা হবে। এই ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দারাও বেশ ক্ষুব্ধ। বুথের প্রিজাইডিং অফিসার বলেন, তার কাছে যে তালিকা সরকারিভাবে দেওয়া হয়েছে সেখানে বিনোবালা রায়কে মৃত দেখানো হয়েছে কাজেই তাকে ভোট দেওয়ার ব্যবস্থা করা তার পক্ষে সম্ভব ছিল না।

About The Author