বৈকুণ্ঠপুর জঙ্গলে এই প্রথম! রাজগঞ্জে পাওয়া গেল ব্যাম্বু র‍্যাট

বৈকুন্ঠপুর জঙ্গল লাগোয়া নদীর পাড় থেকে এই প্রথম বিরল প্রজাতির ব্যাম্বু র‍্যাট বা বাঁশের ইঁদুর উদ্ধার করল বনদপ্তর। রবিবার বিকেলে রাজগঞ্জের পানাশগুড়ি গ্রামে নদীর পাড়ে স্থানীয়রা ওই প্রানীটিকে দেখতে পান। খবর পেয়ে বনকর্মীরা পৌঁছে বিরল প্রজাতির বাঁশের ইঁদুরটিকে উদ্ধার করে।

বনদপ্তর সূত্রে জানিয়েছে, এটি একটি বিরল প্রজাতির ইঁদুর যা ব্যাম্বু র‍্যাট নামে পরিচিত। এটি মূলত দক্ষিণ-পূর্ব নেপাল থেকে দক্ষিন চীন এবং মায়নমার সহ থাইল্যান্ড পর্যন্ত হাই ল্যান্ডে বাস করে। বৈকুণ্ঠপুর জঙ্গলে এই প্রথম এমন ইঁদুরের দেখা মিলল।

About The Author