বিয়েতে ১০০ জনকে নেমন্তন্ন, খাবারে পদ মাত্র ১০টি! ‘অহেতুক খরচ’ বাঁচাতে আইনের ভাবনা

বিয়েতে নেমন্তন্ন করা যাবে ১০০ জনকে। মেনুতে ১০-এর বেশি খাবারের পদ রাখা যাবে না। বিয়ের নামে বেহেসিবি খরচ থামাতে নয়া আইনের ভাবনা। এমনই অদ্ভুত প্রস্তাব লোকসভায় এনেছিলেন কংগ্রেসের এক সাংসদ। যদিও এমন বিল আদও পাস হবে কি না সন্দেহ।

এদেশে বিয়ে মানেই বিরাট খরচের ব্যাপার। প্রচুর অতিথি, রকমারি খাবার। অহেতুক খরচ জোগাতে গিয়েই হিমশিম খেয়ে হয় অনেককেই। জমি বিক্রি করে বা বাড়ি বন্ধক রেখে বা ঋণ নিয়ে আয়জন হচ্ছে, এমন খবর মাঝেমধ্যেই কানে আশে। এদিকে বিয়েতে প্রচুর খরচ করেও খাবারের অপচয় হয়। তবে এই রীতি বদল করতে এবার এই নতুন বিলের প্রস্তাব হল লোকসভায়। ওই বিলে বলা হয়েছে এমন আইন পাশ করানো হোক যাতে বিয়েবাড়িতে ১০০-র বেশি অতিথিকে নিমন্ত্রণ করা না যায়। এমনকি বিয়ে উপলক্ষ্যে দশটির বেশি পদ খাওয়ানো যাবেনা অতিথিদের। এই বিলের আসল উদ্দেশ্য বিয়েতে বাজে খরচ কমানো।

পঞ্জাবের কংগ্রেস সংসদ জাসমিন সিং এই বিল লোকসভায় পেশ করেন ২০২০ সালে। বিয়েবাড়ির খরচ সবার‌ জন্য নির্দিষ্ট বেধে দেওয়া হয় সেই বিলে। সেই বিলে বলা হয়েছে বিয়েবাড়ির অতিরিক্ত খরচ গরীব দুঃস্থদের উপকারে ব্যবহার করা হতে পারে। এই বিল আইনে পরিবর্তিত হলে পাত্র বা পাত্রী দুই পরিবারের বিয়ের আয়োজন নিয়ে মাথাব্যথা অনেকটাই কমবে। স্বস্তি পাবেন মধ্যবিত্ত পরিবারগুলি। তবে সবটাই নির্ভর করছে তাঁদের নিজেদের ওপরই।

About The Author