বিধানসভা অধিবেশন থেকে সাসপেন্ড শুভেন্দু অধিকারী

কলকাতা: বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হল শুভেন্দু অধিকারীকে। বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ, বিধানসভার স্পিকারের প্রতি অসম্মানজনক আচরণ করেছেন তিনি। অন্যদিকে, বিধানসভা সচিবের ঘরে গিয়ে স্পিকারের বিরুদ্ধে ডেপুটেশন জমা দিল বিজেপি পরিষদীয় দল। তাঁরাও এক গুচ্ছ অভিযোগ করেছেন স্পিকারের বিরুদ্ধে।

মঙ্গলবার অধিবেশনের শুরু থেকেই বিতর্ক তুঙ্গে ওঠে। বিক্ষোভ দেখিয়ে বিরোধী দলনেতা-সহ বিরোধী বিধায়করা অধিবেশন ওয়াক আউট করেন। অন্যদিকে, অসংসদীয় আচরণের অভিযোগ করে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করার জন্য প্রস্তাব নিয়ে বক্তৃতা দেন তৃণমূল বিধায়ক তাপস রায়। শাসকদলের অন্য বিধায়করা তাতে সমর্থন জানান। শুভেন্দু বলেন, ‘বিজেপির সদস্যরা স্পিকারের কাছ থেকে সংবিধানের প্রোটেকশন পাচ্ছি না, অতঃপর সংবিধান দিবসে মিষ্টি মিষ্টি কথা শুনে লাভ নেই। আমরা ভিতরেও বলেছি, এই হাউস সংবিধানের পরিপন্থী হয়ে কাজ করছে।’