বিজেপি ক্ষমতায় এলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ পাল্টে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’, ৫০০-র বদলে মিলবে ৩০০০

রাজগঞ্জ: রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর নাম পাল্টে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ করা হবে; ৫০০-র বদলে মিলবে তিন হাজার টাকা। ২৬-কে লক্ষ রেখে বারবার এমন প্রতিশ্রুতি দিয়ে আসছেন শুভেন্দু। আজ জলপাইগুড়িতে জোড়া সভা করেও এই কথা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বুধবার জলপাইগুড়ির মালবাজার এবং রাজগঞ্জে জোড়া সভা করেন বিরোধী দলনেতা। জনসভা থেকেই রাজ্যের শাসক শিবিরকে চোর বলে নিশানা করেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে সভা শেষে কয়েকজন সংখ্যালঘু দেখা করলেন বিরোধী দলনেতার সঙ্গে। ১৯ এপ্রিল নির্বিঘ্নে ভোট দানের ব্যাপারে নিশ্চয়তা দেন। আমবাড়ির জনসভায় সন্দেশখালির মহিলারাও বক্তব্য রাখেন।

এদিন, রাজগঞ্জের সভাস্থলে ঢোকার মুখে আমবাড়ি রেলগেটে আটকা পড়ে গেলেন শুভেন্দু অধিকারীও। বুধবার মালবাজারের সভা সেরে গজলডোবা হয়ে রাজগঞ্জের সভায় ঢুকতে গিয়ে থমকে যায় বিরোধী দলনেতার কনভয়। তখন মঞ্চে বিরোধী নেতার আগমনের বার্তা ঘোষণা হয়ে গেছে। তবে সভার বক্তা নেতা শুভেন্দুর আগমনের কথা বলে এও বলেন তিনি রেলগেটে আটকা পড়েছেন।