প্রায় দুমাস পর পায়ের চোট সারিয়ে নবান্নে পা রেখেছেন মমতা। তারপর আজ রাজভবনে গিয়েও সৌজন্য ‘ভদ্রতা’ সেরে এলেন মুখ্যমন্ত্রী। ৪০ মিনিট পর বেরিয়ে এসে জানালেন, রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বিজয়ার শুভেচ্ছা জানাতেই রাজভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে রাজভবনে পৌঁছান মমতা। মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে রাজ্যপালের। রাজভবন থেকে বেরিয়ে মমতা বলেন, ‘আমি বিজয়ার শুভেচ্ছা জানাতে এসেছিলাম। এটা আমাদের ভদ্রতা।’
দশমীর পর বিজয়ার শুভেচ্ছা জানিয়ে রাজভবন থেকে মমতার বাড়িতে মিষ্টি পাঠানো হয়েছিল। এবার মুখ্যমন্ত্রী নিজে গিয়ে রাজ্যপালকে শুভেচ্ছা জানিয়ে এলেন। এর পাশাপাশি, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মায়ের অসুস্থতা নিয়েও কথা বললেন মুখ্যমন্ত্রী।