প্লাস্টিক কুড়িয়ে পড়িয়েছিলেন বাবা-মা, সেই ছেলে এখন ডেপুটি পুলিশ সুপার!

একসময় প্লাস্টিক কুড়িয়ে বিক্রি করে কষ্ট করে ছেলেকে পড়িয়েছিলেন বাবা-মা। সেই ছেলে এখন ডেপুটি পুলিশ সুপার পদমর্যাদার অফিসার হিসেবে নিয়োগ পেতে চলেছেন। মালদার কালিয়াচকে যেখানে একসময় গোলাগুলি, বোমাবাজি হত, সেই বামনগ্রাম থেকেই অভাবের সংসারে নিজেকে গড়ে সাফল্য পেলেন নিশাদ খালেদ। তাঁর এমন সাফল্যে উচ্ছসিত পরিবার এবং গ্রামের মানুষ। স্থানীয়দের দাবি, এই প্রথম কালিয়াচক থানার বামনগ্রাম থেকে কোনও যুবক আইনের রক্ষক হিসাবে ডেপুটি পুলিশ সুপারের পদমর্যাদার আধিকারিক হতে চলেছেন।

নিশাদ খালেদ জানিয়েছেন, ছোট থেকেই তিনি আল আমিন মিশনের পাঠরত ছিলেন। সেই শিক্ষা সংস্থার সহযোগিতায় ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পান। ২০২০ সালে ডাব্লুবিসিএস লিখিত পরীক্ষায় সফল হন। বি গ্রুপে তার নাম উঠে আসে পাঁচ নম্বরে। তারপরে নিশাদ নিজেকে আইনের রক্ষক হিসাবেই এই পথ বেছে নিয়েছেন।

নিশাদ খালেদ আরো বলেন, ‘ছোট থেকেই দেখেছি একটা সময় গ্রামের কি অবস্থা ছিল। মাঝেমধ্যেই বোমাবাজি, গুলি চলতো। রাজনৈতিক সংঘর্ষ তো হামেশাই লেগে থাকতো। কতজনের প্রাণ গিয়েছে। কিন্তু আইনের রক্ষক হিসাবে এই ধরনের অপরাধ ঠেকাতে আমি ছোট থেকেই স্বপ্নে বিভোর ছিলাম। তাই আমার জেদ ছিল আইনের রক্ষক হওয়ার। অবশেষে আমি ডেপুটি পুলিশ সুপারের পদমর্যাদা অফিসার হতে পেরেছি। খুব শীঘ্রই ট্রেনিংয়ের ডাক পড়বে।’ বাবা মহবুবুল শেখ, মা উনজেলা বিবি সহ অন্যান্য ভাই-বোনেরা চরম উচ্ছ্বাসিত। গরিব পরিবার হলেও ছেলের সাফল্যের পাড়া-প্রতিবেশীদের মিষ্টি মুখ করাতে কিন্তু ভুলে যান নি হত-দরিদ্র দম্পতি মহবুবুল শেখ এবং উনজেলা বিবি ।

About The Author