পালিয়ে বিয়ে করলেন দুই তরুণী, প্রতিমার কপালে সিঁদুর পরালেন পপি

এক তরুণী ভালোবেসে বিয়ে করলেন আরেক তরুণীকে। প্রতিমার কপালে সিঁদুর পরালেন পপি মন্ডল। সামাজিক লোকলজ্জার ভয়কে দূরে সরিয়ে রেখে মর্যাদা দিলেন নিজেদের ভালোবাসার সম্পর্ককে। দুজনেই সাবালিকা। পরিবারের কেউ এই সম্পর্ক মেনে নেয়নি, তাই পালিয়ে বিয়ে করলেন কালী মন্দিরে। এমনই কাণ্ড ঘটল মালদার ইংরেজবাজারে। হ্যান্টা কালীবাড়ি মন্দিরে দুই মহিলা ভালোবাসার টানে একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন।

জানা গেল, পপি এবং প্রতিমা দীর্ঘদিন ধরেই মোবাইল ফোনে আলাপ। সেই থেকে বন্ধুত্ব এবং প্রেম। বুধবার দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই তারা ভালোবাসার সম্পর্কে আবদ্ধ রয়েছেন। পরিবারের লোকেদের সমর্থন না পেয়ে তারা এদিন পালিয়ে কালী মন্দিরে বিয়ে সারলেন। সামাজিক সমালোচনার ভয় তারা করেন না। তাঁদের ভালোবাসার জয় হয়েছে । এমনটাই দাবি করেছেন ওই দুই মহিলা।

পাড়ায় মদ বিক্রি বন্ধ করতে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে নামলেন স্থানীয় মহিলারা। রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি অঞ্চলের শিমুলগুরি এলাকার ঘটনা। প্রমিলাদের অভিযোগ, শিমুলগুড়ি এলাকায় কিছু বাড়িতে বেআইনিভাবে মদ বিক্রি হচ্ছে। সেই মদ খেয়ে প্রতিনিয়ত অশান্তি লেগে রয়েছে। ছোট বাচ্চারাও মদের প্রতি আসক্ত হয়ে পড়ছে। বৃহস্পতিবার দুপুরে এলাকার প্রায় শতাধিক মহিলা ভোরের আলো থানার পুলিশকে সঙ্গে নিয়ে এলাকায় অভিযান চালায়। যদিও কোনো বাড়ি থেকে মাদক উদ্ধার হয়নি।

সোশ্যাল মিডিয়ায় অজানা অচেনা কারও সঙ্গে বন্ধুত্ব করার প্রবণতা বাড়ছে পড়ুয়াদের মধ্যে। এবং এর ফলে মানব বা শিশু পাচারের সম্ভাবনা তৈরি হচ্ছে। পড়ুয়ারা যাতে সোশ্যাল মিডিয়ায় ফেক বন্ধুর ফাঁদে না পড়েন, সেই ব্যাপারে সতর্ক করতে বৃহস্পতিবার রাজগঞ্জের ফাটাপুকুর সারদামনি হাইস্কুলে বিএসএফ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে মানব পাচার বিষয় নিয়ে একটি সচেতনতা শিবির আয়োজিত হল। এই অনুষ্ঠানে স্কুলের শতাধিক পড়ুয়া অংশ নিয়েছিলেন।

স্কুলের প্রধান শিক্ষক বলেন, প্রজাতন্ত্র দিবসের আগে ছাত্রদের মধ্যে দেশপ্রেমের ভাব এবং সতর্কতা গড়ে তোলার জন্য বিএসএফ-এর এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।

রাতের অন্ধকারে মন্দিরে চুরি! ফুলবাড়ীর মহানন্দা ব্যারেজ সংলগ্ন এলাকায় একটি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য। খোয়া গিয়েছে ঘট, ঘন্টা সহ বেশ কিছু পূজোর সামগ্রী । ঘটনাটি ঘটেছে ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ সংলগ্ন রহমুজোত এলাকার পাতালপুরি যোগাশ্রম মন্দিরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। এ বিষয়ে এলাকাবাসীরা জানান এর আগেও দুইবার চুরি হয়েছিল এই মন্দির থেকে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

About The Author