কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলাকালীন পার্থের আইনজীবীর বক্তব্যে উঠে এল মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ। পার্থ তাঁর আইনজীবীর মাধ্যমে কেন এই প্রসঙ্গ আদালতে তুললেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
সোমবার এসএসসির কার্যপদ্ধতি ব্যাখ্যা করার সময় আদালতে মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ উঠেছে বলে খবর। যদিও এদিন আদালত থেকে বেরিয়েই পার্থ সাংবাদিকদের বলেন, ‘বিকৃত ভাবে খবর করবেন না। মুখ্যমন্ত্রী নিয়োগকর্তা নন। সুপারিশ কর্তাও নন। ইংরেজিতে আমি ‘পলিসি মেকিং’ বলেছি। যাঁরা বোঝেন ইংরেজি, তাঁরা বুঝেছেন।’ সেই সঙ্গে পার্থ জোর গলায় বলেন, ‘মুখ্যমন্ত্রীর প্রতি আনুগত্য আমার আগেও অপরিসীম ছিল। আগামীতেও থাকবে।’