রিপোর্ট: বানান ভুল বলে ট্রোলিং-এর শিকার সুদীপ্তা বিশ্বাস অবশেষে মুখ খুলেছে। বানান ভুলের পরই, রিল ভিডিও নিয়েও তাকে কেন ট্রোল করা হচ্ছে, সেই নিয়েও বেজায় অসন্তোষ প্রকাশ করেছে সুদিপ্তা। নেট মাধ্যমে ভিডিওর মাধ্যমে তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে হওয়া ট্রোলের প্রতিবাদ করেছে। বানান ভুল বলে রাতারাতি ভাইরাল হয়েছিল সুদিপ্তা। নদিয়ার সুদীপ্তা বিশ্বাস এখন যেন ‘আমব্রেলা দিদি’।
ঘটনার কদিন পর মুখ খুলেছিলে ছাত্রীর বাবা। তাঁর কথায়, সুদিপ্তা এই ঘটনার পর মানসিক অবসাদে চলে গিয়েছিল। গোটা ‘সমাজ’ কার্যত মুখ ফিরিয়ে নিয়েছে গোটা পরিবারের থেকে। টোন টিটকিরির জেরে জেরবার সুদিপ্তা আত্মঘাতী হওয়ার চেষ্টা করে বলে দাবি পরিবারের। সুদিপ্তা এবার এই প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। সেখানে তাঁর অভিযোগ, তাঁকে ঘিরে এমন কিছু ভিডিও বানানো হয়েছে যেখানে তাঁর নামে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে। এমনকি, তাঁর পরিবারের সদস্যদের যুক্ত করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করে সে। এদিকে, কিছুদিন আগেই সুদিপ্তা মারা গিয়েছেন দাবি করে অনেকেই ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। এই ঘটনারও প্রতিবাদ জানান সুদিপ্তা।
এর পাশাপাশি নিজের ভাইকে বয়ফ্রেন্ড বানিয়ে দিয়েও বেশ কিছুজন ভিডিও তৈরি করেছে বলে জানাল সে। এক কথায়, সে তাঁর নামে বলা মিথ্যে এবং ভুল তথ্য পরিবেশনের জন্য প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি, এও জানাল, অবসর পেলে রিল বানাতে ভালোবাসে। তাই বলে তাঁর পরিবারের সদস্যদের যেভাবে প্রশ্নের মুখে ফেলা হচ্ছে সেই ঘটনার তীব্র বিরোধিতা করেছে সুদিপ্তা।