শিলিগুড়ি: রাতের অন্ধকারে অবৈধভাবে নদী থেকে বালি তুলতে গিয়ে দুই নাবালক সহ মৃত্যু হল ৩ জনের। শিলিগুড়ি সংলগ্ন বালাসন নদীর ঘটনা।
জানা গিয়েছে, রাত ২টো থেকে নদীতে বালি কাটার কাজ চলছিল। বালি তোলার কাজ করলে অতিরিক্ত টাকা মিলবে। সেই লোভে গিয়েই এই ঘটনা ঘটেছে। বালিঘাট যেহেতু এখন বন্ধ। তাই ভোর বেলা অবৈধ ভাবে বালি তোলার কাজ চলছিল।
বিহার থেকে দাদুর বাড়িতে এসেছিল বছর ১৫-র এক নাবালক। সেও গিয়েছিল আরও দুজনের সঙ্গে। কাজ চলাকালীন ওপর থেকে ধস নামে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। মৃতেরা হলেন রোহিত সাহানি (১৫), শ্যামল সাহানি (১৫) এবং মনু কুমার (২০)।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং পুলিশ-প্রশাসনের কর্তারা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। শোকাতুর পরিবারগুলির সঙ্গে দেখা করেছেন দার্জিলিং জেলা তৃণমূলের সভানেত্রী পাপিয়া ঘোষ। যথাযথ সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।