দোলের সন্ধ্যেতেই বাংলা ছাড়লেন অনুব্রত, রাতেই পৌঁছালেন দিল্লি

দোলের সন্ধ্যেতেই বাংলা ছাড়লেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। মঙ্গলবার সন্ধ্যায় অনুব্রতকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল ইডি৷ রাতেই বিচারকের বাড়িতে হাজির করানো হতে পারে অনুব্রত মণ্ডলকে। 

দিল্লি নিয়ে যাওয়ার আগে মঙ্গলবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল জোকার ইএসাই হাসপাতালে৷ এরপর সন্ধ্যায় দিল্লির উদ্দেশ্যে তাঁকে নিয়ে রওনা দিল ইডি৷ বিমানে ৪৫ নম্বর আসনের যাত্রী অনুব্রত।

বিমানে তাঁর শারিরীক অবস্থা দেখভালের জন্যও রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। যাত্রাপথে কেষ্টর জন্য রয়েছেন একজন চিকিৎসক, এছাড়া তিনজন ইডি আধিকারিকও রয়েছেন। অর্থাৎ কোনওভাবেই কোনও ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। 

মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে এসে ইনহেলার বের করে টানতেও দেখা যায় বীরভূমের কেষ্টকে। টানা পথশ্রমের জেরে তিনি সম্ভবত হাঁফিয়ে উঠেছিলেন বলেই ধারণা চিকিৎসকদের। অন্যদিকে, দিল্লিতে নিয়ে যাওয়ার পর ফের অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা হবে বলেই খবর। আরএমএল অথবা সফদরজং হাসপাতালে পরীক্ষা হতে পারে তাঁর। রাতে রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারকের বাড়িতে হাজির করানো হতে পারে অনুব্রত মণ্ডলকে। 

About The Author