দোকানে অমিল মাস্ক, তাই কলাপাতার মাস্ক বানিয়ে রাস্তায়, তারপর যা হল …

মাস্ক নিয়ে যত কাণ্ড! দক্ষিণ ২৪ পরগণায় ধরা পড়ল অভিনব ছবি। মাস্ক না থাকায় কলাপাতার মাস্ক পরে পুলিশের সামনে হাজির এক মাঝ বয়সী ব্যক্তি। বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগণায় জীবনতলা বাজার এলাকায় অভিযান চালাচ্ছিল পুলিশ। আর তখনই চোখে পড়ল অবাক দৃশ্য। কলাপাতার তৈরি মাস্ক পরে সাইকেল চালিয়ে ঘুরছেন এক ব্যক্তি। তাঁর নাম নাসিম শেখ।

পুলিশের হাত থেকে বাঁচতে রাস্তার পাশে থাকা কলাগাছ থেকে পাতা ছিঁড়ে দড়ি দিয়ে বেঁধে মাস্ক তৈরি করে পরে নেন। আর সেই অদ্ভুত মাস্ক দেখেই কার্যত চোখ কপালে ওঠে পুলিশের। এদিন শেষ পর্যন্ত পুলিশের উদ্যোগে তাঁকে মাস্ক কিনে দেওয়া হয়। ইতিমধ্যেই তাঁর সেই কলাপাতার মাস্কের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

About The Author