দেবাংশুকে দেখে ‘চোর চোর’ স্লোগান, তৃণমূল-বিজেপি বচসা

নন্দীগ্রামে ঢুকতেই দেবাংশুকে দেখে ‘চোর চোর’ স্লোগান উঠল। অভিযোগ, বিজেপি-র তরফে সেই স্লোগান তোলা হয়। পাল্টা ধ্বনি তোলে তৃণমূলও। আর তাই নিয়ে দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে তুমুল বচসা বেধে যায়। দেবাংশুকে ধাক্কা দেওয়ার অভিযোগও উঠেছে।

তমলুকে দেবাংশুর বিরুদ্ধে বিজেপির হয়ে লড়াই করছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূল প্রার্থী করেছে যুব নেতা দেবাংশু ভট্টাচার্যকে। দুই ফুলই একে অপরকে নিশানা করে চলেছে। আর এর মাঝেই নির্বাচনী প্রচার ঘিরে পরিস্থিতি গরম হল নন্দীগ্রামে। সেখানে প্রচারে গেলে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে দেখে ‘চোর’, ‘চোর’ স্লোগান ওঠে।

বুধবার নন্দীগ্রামের জেলেমারা এলাকায় দলীয় কর্মীদের নিয়ে প্রচার সারছিলেন দেবাংশু। দলীয় কর্মীর বাইকে বসে গ্রামে গ্রামে ঘুরছিলেন দেবাংশু। সেই সময়ই ঝামেলা বাধে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপির কর্মী-সমর্থক এবং গ্রামবাসীদের একাংশ দেবাংশুকে দেখে ‘চোর-চোর’ স্লোগান দিলেন। দেবাংশুর গাড়ি ঘিরে বিভিন্ন ধরনের কটুক্তি করতে শোনা যায় স্থানীয় মানুষজনকে। খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

About The Author