‘সব উড়িয়ে নিয়ে গেছে স্যার’, রাজ্যপালের পা জড়িয়ে কান্না মহিলার

ঝড়ে সব উড়িয়ে নিয়ে গেছে, স্যার একটু দেখুন, রাজ্যপালকে সামনে পেয়ে পা জড়িয়ে করুন আর্জি ঝড়ে ক্ষতিগ্রস্ত এক মহিলার।

রবিবার জলপাইগুড়ির বিধ্বংসী ঝড় কার্যত গোটা এলাকা উড়িয়ে নিয়ে গিয়েছে, ঘরবাড়ির চিহ্ন নেই ময়নাগুড়ির একটি গ্রামে। সেখানে বসবাসকারী কয়েকশ মানুষ প্রবল সমস্যায়। সোমবার ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে যান রাজ্যপাল বোস। সেখানেই স্থানীয় এক মহিলা দীপিকা রাজ্যপালের পা জড়িয়ে ধরলেন। মহিলা কেঁদে কেঁদে বলেন, সব উড়িয়ে নিয়ে গেছে। মেয়ে হাসপাতালে ভর্তি। তাঁকে দেখতে জেতেও পারছি না। ছেলের ব্যবসার সব জিনিস উড়ে গিয়েছে। একটু দেখবেন স্যার। জানা গেল, রাজ্যপাল মহিলাকে সাহায্যের আশ্বাস দিয়েছেন এবং যোগাযোগের নম্বরও দিয়েছেন। ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে জলপাইগুড়ির হাসপাতালেও আহতদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল বোস।

এদিকে, সোমবার বিকেলে শিলিগুড়ির একটি নার্সিং‌হোমে ঝড়ে আহতদের সঙ্গে দেখা করেন অভিষেক ব্যানার্জি‌। এদিনই সকালে এসে মমতাকে কটাক্ষ করেছিলেন শুভেন্দু অধিকারী। বলেছিলেন, মধ্যরাতে ছবি তুলতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই কটাক্ষের জবাব দেন অভিষেক। ঠিক কি বলেছেন শুনব