বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল ইউটিউবার অমিতের

বকখালি ঘুরতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক ইউটিউবার যুবকের। শারীরিকভাবে প্রতিবন্ধী যুবক অমিত মণ্ডল ইউটিউবে বেশ জনপ্রিয় ছিলেন। মঙ্গলবার বিকেলে বাইক-টোটো সংঘর্ষে প্রাণ গেল অমিতের।

শারীরিকভাবে প্রতিবন্ধক হলেও জীবনের পথে থেমে ছিলনা। ইউটিউবে নিজের নিম্ন মধবিত্ত জীবনের নানা দিক তুলে ধরে সমাজ মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন দক্ষিণ ২৪ পরগনার প্রতিবন্ধী যুবক অমিত মণ্ডল। বাবা-মা সাফাইয়ের কাজ করতেন। অভাব ছিল নিত্য সঙ্গী। এরমধ্যেই নিজের জীবনের ছবি তুলে ধরতেন ইউটিউবে। তার চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল ৩ লক্ষাধিক। অভাবের পরিবারে ধীরে ধীরে ফিরছিল সুদিন। ছোট ছোট স্বপ্ন পূরণ করছিল সেই টাকায়। তার মাঝেই ঘটে গেল অঘটন। মাত্র ২২ বছর বয়সেই দুর্ঘটনায় প্রাণ গেল ইউটিউবার অমিত মণ্ডলের।

পরিবার নিয়ে বকখালি ঘুরতে যাওয়ার পথে বাইক-টোটো সংঘর্ষে প্রাণ গেল অমিতের। মঙ্গলবার বিকেলে ফ্রেজারগঞ্জের মুন্সিরহাট এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন অমিত ৩ জন।অমিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ভরতি করা হয় কলকাতার হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় অমিতের। এই ঘটনায় শোকের ছায়া অমিতের অনুরাগীদের মধ্যে।

About The Author