দিকে দিকে বাড়ছে মহিলাদের হার ছিনতাইয়ের ঘটনা! রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় আচমকাই বাইকে ছুটে এসে হার টেনে নিয়ে যাচ্ছে দুষ্কৃতিরা।
সোমবার সন্ধ্যায় এমনই ঘটনা ঘটল শহর জলপাইগুড়িতেও। হাসপাতাল পাড়া থেকে পবিত্র পাড়ার দিকে পায়ে হেঁটে মেয়ের বাড়ির দিকে যাচ্ছিলেন ষাটোর্ধ্ব জোৎস্না দেবনাথ। হঠাৎই জলপাইগুড়ি নেতাজিপাড়া সংলগ্ন এলআইসি অফিসের গেটের সামনে থেকে দুই যুবক মোটরবাইকে করে এসে মহিলার গলা থেকে হাড় ছিনতাই করে নিয়ে পালায়। মহিলা জানান, দুই যুবকের বয়স খুব একটা বেশি হবে না। তাঁর সামনেই বাইক ঘুরিয়ে গলা থেকে সোনার চেন টেনে নিয়ে পালায়। তিনি চিৎকার করতেই ছুটে আসে স্থানীয়রা। জলপাইগুড়ি শহরে মাঝেমধ্যেই ধরনের ঘটনা ঘটছে। তাই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। ইতিমধ্যেই মহিলা থানায় লিখিত অভিযোগ করেছেন।

